সভাপতির বার্তা

আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক আদর্শ প্রধান শিক্ষক, চেয়ারম্যান মরহুম মাস্টার আলী আক্কাস ভূঁইয়া সাহেবকে তার অক্লান্ত পরিশ্রম ও ইচ্ছায় ৩০ বছর আগে এই অবহেলিত জনপথে শিক্ষার আলো ছড়ানোর জন্য প্রতিষ্ঠা করিয়াছেন আজিয়ারা উচ্চ বিদ্যালয়। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি- জনাব মরহুম আলহাজ্ব মীর কাশেম ভূঁইয়াকে এবং আরোও অনেকে উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পিছনে অবদান রাখিয়াছেন। শিক্ষা জাতির মেরুদন্ড। সেটাই আজ এই মজলিশে উপলব্ধি করিতে পারছি।

এখানেই উপস্থিত বর্তমান সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি মহোদয় উনার শিক্ষা মেধার গুণে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রি হিসেবে মন্ত্রি সভায় স্থান পেয়েছেন। আমরা তাই উহার আদর্শে যেন এ অবহেলিত এলাকায় শিক্ষার মান উন্নয়ন করিতে পারি। তাহার সাহায্য সহযোগিতা কামনা করিতেছি। বর্তমান সরকারের উন্নয়নের রূপকার মন্ত্রি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিতেছি বিশেষভাবে নারী ও কারিগরি শিক্ষার ব্যাপারে আমাদের উক্ত এলাকায় সরকারিভাবে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উনার অগ্রণী ভূমিকা আমরা নাঙ্গলকোটবাসী বিশেষ ভাবে উক্ত এলাকার জনগণ স্মরণ রাখবো এবং কৃতজ্ঞ থাকবো ।

একটি পরিশীলিত ও মননশীল জাতির মেধা ভাব-ভাবনা-কল্পনা বিশ্বাস জ্ঞানের যথাযথ প্রয়োগে সেই দেশের শিল্প সাহিত্য উৎকর্ষমন্ডিত হয়ে উঠে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মননের চর্চা চিত্তের স্বপ্ন ও কল্পনার চমৎকার অনুকরণ স্কুলের ৩০ বছর প্রতিষ্ঠা বার্ষিকিকে পুষ্পে পল্লবে বিকশিত করে তুলেছে।

এটা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় আমার জন্মস্থানের মধ্যে এমন একটি আদর্শ মননশীল সুশৃঙ্খল এবং শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সব সময় খুব ভাল ফলাফল করেই যে সম্মান ও অব্যাহত রেখে চলেছে শুধু তাই নয়, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের একান্ত প্রচেষ্টায় আন্তরিকতায় ও নিয়ামানুবর্তিতার কারণে এলাকার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে গৌরব অর্জন করতেছে।
আমার বিশ্বাস বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃষ্টিশীল প্রতিভা বিকাশে ও সঠিক ইতিহাস ও তাদের মধ্যে দেশ ও মনুষ্যত্বের প্রেরণা যোগাবে। সে সাথে আমি সকল শিক্ষার্থীর সুন্দর শিক্ষা জীবন ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

পরিশেষে আমি আরও আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকা প্রকাশের এবং এ সুন্দর আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী ও সম্মানিত এলাকাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম।

(মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া)
সভাপতি
আজিয়ারা উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা ।