২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত

এই মর্মে অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এর ২৫৬/২০২৪ নং জরুরি বিজ্ঞপ্তি তারিখ ০৫/০৯/২০২৪ মোতাবেক অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম ১০ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: পর্যন্ত চলবে। উল্লেখিত শ্রেণির সকল শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের ‘রেজিষ্ট্রেশন ফরম’ সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। উল্লেখিত সময়ের পর কোনো শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করার সুযোগ পাবেনা।