‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১’ ও এর সর্বশেষ পরিমার্জন এবং শিক্ষামন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০২.২০১৬.০৬, তারিখ: ১০/০১/২০২৪ এর আলোকে আজিয়ারা উচ্চ বিদ্যালয় (EIIN: 106103), ডাকঘর-আজিয়ারা (৩৫৮৩), উপজেলা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা এর জন্য নবসৃষ্ট শূণ্যপদে ০১ (এক) জন পরিচ্ছন্নতাকর্মী, ০১ (এক) জন অফিস সহায়ক এবং শূণ্যপদে ০১ (এক) জন আয়া নিয়োগ দেওয়া হবে। সকল পদের ধরণ-এমপিও, বেতনগ্রেড ২০ (৮২৫০-২০০১০), শিক্ষাগত যোগ্যতা- জেএসসি/জেডিসি/সমমান, আবেদনকারীর বয়সসীমা-অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের ১,০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রধান শিক্ষক বরাবর ১৮/০২/২০২৪ খ্রি: বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে সরাসরি/ডাকযোগে প্রেরণ করতে হবে।
নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিদ্যালয়ের ওয়েবসাইট (azhs.edu.bd)-এ পাওয়া যাবে। যোগাযোগ: 01882-462299 (সভাপতি), 01815-598926 (প্র:শি:), 01815-823252;
বিজ্ঞপ্তিটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘দৈনিক যুগান্তর’ এবং স্থানীয় পত্রিকা ‘কুমিল্লার কাগজ’-এ প্রকাশিত হয়েছে।